নিজস্ব সংবাদদাতা: গাজার স্বাস্থ্য পরিষেবা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। সরায়েলি বাহিনী কয়েক ডজন চিকিত্সক এবং কিছু রোগীকে আটক করার পরে কামাল আদওয়ান হাসপাতালে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। চিকিৎসকদের আটকের পর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। উত্তর গাজার একমাত্র এই হাসপাতালেই চিকিৎসা পরিসেবা দেওয়া হচ্ছিল। সেই হাসপাতালের পরিস্থিতি এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে।
ইসরায়েলের তিন সপ্তাহের আক্রমণের মধ্যে হামলা ও গোলাবর্ষণের পরে স্বাস্থ্য পরিসেবা কার্যত ভেঙে পড়েছে উত্তর গাজায়। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে হুকে আহতদের হাসপাতাল থেকে আহতদের সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেন। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "মৃত্যুর গন্ধ হাসপাতালের চারপাশে ছড়িয়ে পড়েছে।" ইসরায়েলি বাহিনী তাদের অভিযানের সময় হাসপাতালের চিকিৎসা সামগ্রী ধ্বংস করেছে যাতে চিকিৎসকরা রোগীদের বাঁচাতে না পারে। শুক্রবার অভিযান চালানোর আগে রোগী ও তাদের সঙ্গে আসা ৬০০ জনেরও বেশি লোককে হাসপাতালে রাখা হয়েছিল। শনিবার উত্তর গাজার এই হাসপাতাল থেকে বলা হয়েছে, ৪৪ জনকে ইজরায়েলের সেনাবাহিনী আটক করেছে।