নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের প্রতিরক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, তাল-আল-হাওয়া, আল-সাবরা, আল-জেইতুন, আল-গারবি, দারজ আল-তুফাহ, আল-শুজাইয়া এবং জাবালিয়ার বাসিন্দাদের জন্য সালাহ আল শাহের করিডরটি বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে ওয়াদি গাজার দক্ষিণ দিকে সাধারণ মানুষ যেতে পারবেন।
পাশাপাশি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সুজাইয়া এবং তুর্কমেনের পার্শ্ববর্তী অঞ্চলে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত যুদ্ধ বিরতি থাকবে। সেই সময় গাজার সাধারণ মানুষ ওই পথ ব্যবহার করে নিরাপদ জায়গায় যেতে পারেন। এছাড়াও যাঁরা হামাসের কারণে বন্দি অবস্থায় রয়েছেন। তাঁরা ইজরায়েলের প্রতিরক্ষা দফতরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারেন। ইজরায়েলের সেনা তাদের সাহায্য করবে।