নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল নতুন করে লেবাননের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে। উত্তর লেবাননে বিমান হামলা বাড়িয়েছে ইজরায়েল। ঘটনায় লেবাননে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল পর্যন্ত ১০টির বেশি বিমান হামলা ইজরায়েল চালিয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, গাজায় ইজারায়েল বিমান হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় গাজায় ইজরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের ইন্টার-এজেন্সি স্ট্যান্ডিং কমিটি ইতিমধ্যে ইজরায়েলকে সতর্ক করেছে। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, ইজরায়েল যেভাবে গাজায় হামলা চালাচ্ছে, তাতে সেখানকার সাধারণ মানুষ নূন্যতম ত্রাণ পাচ্ছেন না। রাষ্ট্রসংঘের মানবাধিকার ইতিমধ্যে সরব হয়েছে।