গাজার ত্রাণ শিবিরে ইজরায়েলি হামলা! শিশু সহ ১০৯ জন নিহত, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজার ত্রাণ শিবিরে ইজরায়েলি হামলায় শিশু সহ ১০৯ জন নিহত হন।

author-image
Tamalika Chakraborty
New Update
israel palestine dfgt.jpg

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের বিমান হামলায় গাজায় বেইত লোহিয়ায়  একটি পাঁচতলা ভবন ধ্বংস হয়েছে। ওই ভবনে বাস্তুচ্যুত গাজার সাধারণ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল। ঘটনায় শিশু সহ ১০৯ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে নাইম কাসেম নিহত নেতা হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হবেন গ্রুপের সেক্রেটারি-জেনারেল হিসেবে। গাজার ত্রাণ শিবিরে বার বার ইজরায়েলের হামলায় বিশ্ব নিন্দা করেছে। 

ইজরায়েল টানা এক বছর ধরে গাজায় হামলা করেছে। গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায়  ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজরায়েল হামলা শুরু করেছে।  ঘটনায় কমপক্ষে ৪৩,০৬১ জন নিহত এবং ১০১,২০৩ জন আহত হয়েছে।  ইজরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয়েছিল এবং২০০ জনেরও বেশি বন্দি হয়েছিল।