নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার ইসরায়েলি বিমান হামলায়, গাজায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মূলত দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ শহর এবং উত্তরের বেইত লাহিয়া শহরে এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে যে, হামাস একটি ইসরায়েল সমর্থিত চুক্তি প্রত্যাখ্যান করায়, ইসরায়েলের পক্ষ থেকে এই সংঘর্ষ আবার শুরু হয়েছে। এই বিমান হামলায় বিপুল প্রাণহানির তথ্য সামনে আসছে।
/anm-bengali/media/media_files/tcXzr4O4ISiyUtaOq0hr.jpg)
রাফাহ শহরের ইউরোপীয় হাসপাতাল জানিয়েছে যে, এই হামলায় একটি পরিবারের প্রায় ২৬ জন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। আবার অপরদিকে খান ইউনিসের নাসের হাসপাতালে একই পরিবারের প্রায় ৭ জনের মৃতদেহ পৌঁছেছে বলে জানা গেছে।