নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বোর্নো রাজ্যে অন্তত ১০ জন কৃষকের খামারে হামলা চালিয়ে তাদের শিরশ্ছেদ করেছে ইসলামি জঙ্গিরা। নাইজেরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা বিদ্রোহের কেন্দ্রবিন্দু বোর্নো রাজ্যের দুটি গ্রামে গত সপ্তাহে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।
জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বোর্নো রাজ্যের কন্ডুগা স্থানীয় সরকার এলাকার কাউরি গ্রামে মোটরসাইকেলে করে রাইফেল নিয়ে হামলাকারীরা কৃষকদের জমিতে হামলা চালায়।