ইরাকে খতম হেভিওয়েট ইসলামিক স্টেট লিডার আবু খাদিজা ! দেখুন এই মুহূর্তের বড় খবর

কিভাবে নিহত হলেন ইসলামিক স্টেটের এই হেভিওয়েট নেতা ?

author-image
Debjit Biswas
New Update
ISLAMIC STATE

নিজস্ব সংবাদদাতা : আজ ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বড় সাফল্য পেল ইরাকের সেনাবাহিনী। কারণ আজ আইএসআইএস (ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া)-এর হেভিওয়েট নেতা আবদুল্লাহ মাকি মুসলেহ আল-রিফাই, যিনি আবু খাদিজা নামেই বিশেষভাবে পরিচিত এবং "বিশ্বের অন্যতম বিপজ্জনক সন্ত্রাসী" বলে বিবেচিত, ইরাক সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি খোদ এই খবরটি সুনিশ্চিত করেছেন।

SIA AL SUDANI

তিনি জানিয়েছেন, ''আজ ইরাকের সেনাবাহিনী এবং আইএসবিরোধী মার্কিন বাহিনীর যৌথ অভিযানে আবু খাদিজা নিহত হয়েছেন।''