ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে, উত্তাল ঢাকার রাজপথ !

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠলো ঢাকার রাজপথ, সতর্ক অবস্থানে ছিল পুলিশ বাহিনী।

author-image
Debjit Biswas
New Update
BANGLADESH MUSLIM PROTEST

নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে, আজ বাংলাদেশে জুম্মার নামাজের সালাম ফিরিয়েই, নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও অন্যান্য সাধারণ মুসল্লিরা। শুক্রবার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে, জুম্মার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা নানান স্লোগান দিতে থাকেন। এদিকে নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তরপাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। অপরদিকে ইসলামী দলগুলির ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায়, শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিলো যৌথ বাহিনীর সদস্যরা। ঢাকার পল্টন মোড়ে রাখা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান। এ ছাড়াও বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

BANGLADESH MUSLIM PROTEST


এদিকে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, রংপুর  ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।