নিজস্ব সংবাদদাতা: খুলনা থেকে বড় খবর জানা যাচ্ছে। খুলনার সার্কিট হাউস ময়দানে আগামী ১৩ ডিসেম্বর ইসকনের সম্মেলন প্রতিহতের ঘোষণা করেছে হেফাজত ইসলাম। ইসকনকে উগ্র সংগঠন বলে দাবি করা হয় তাদের তরফে। সার্কিট হাউস ময়দানকে তারা ইসকনকে ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে।