চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে এবার ইসকন ভরসা রাখছে ইউনূস সরকারের ওপরই!

এদিন তাঁর পক্ষে ১০ আইনজীবী দাঁড়িয়ে ছিলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Iskon

File Picture

নিজস্ব সংবাদদাতা: চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, জেলবন্দী ইসকনের সন্ন্যাসী আজও মুক্তি পেলেন না। আজ বাংলাদেশের চট্টগ্রাম আদালত তাঁর জামিন নাকচ করে দিয়েছে। এদিন তাঁর পক্ষে ১০ আইনজীবী দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তারপরও মিললো না রেহাই।

chinmay krishna das

এদিন এই প্রসঙ্গে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমণ দাস বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক খবর। আমরা জানি যে সমগ্র বিশ্ব এটির উপর নজর রাখছিল। সবাই আশা করছিল নতুন বছরে চিন্ময় প্রভু মুক্তি পাবেন। কিন্তু ৪২ দিন পরেও, তার জামিন খারিজ করা হল। বাংলাদেশ সরকারের উচিত তার ন্যায়বিচার নিশ্চিত করা”।

Iskon