নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের সামরিক বিভাগের তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, "হামাস গাজায় নারী, শিশু, অসুস্থ ও বৃদ্ধদের বন্দি করে রেখেছে। আমরা তাদের স্বাধীনতার জন্য আমাদের যা যা প্রয়োজন তা করতে থাকব। বিশ্বের অন্য কোনো ভদ্র দেশ এটাই করবে।"
/anm-bengali/media/media_files/AUt7SYz69k7su7xcccm1.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)