নিজস্ব সংবাদদাতা : আয়ারল্যান্ডের অর্থমন্ত্রী পাসচাল ডোনোহো মার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, যা আয়ারল্যান্ডের ওষুধ রপ্তানিতে সমস্যা তৈরি করতে পারে। তিনি বললেন, 'যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপ করেন, তবে আয়ারল্যান্ডের অর্থনীতি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।'
/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্প তার বক্তৃতায় বলেছেন, 'আমেরিকা এখন আর ওষুধ বা ঔষধ তৈরি করে না, তাই শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে।' কিছুদিন আগে ট্রাম্প আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনকে জানিয়েছিলেন, আয়ারল্যান্ড আমেরিকার পুরো ওষুধ শিল্প নিয়ন্ত্রণ করে।
/anm-bengali/media/media_files/6i65pTEqUAOAxLdUtFaJ.jpeg)
তবে ডোনোহো জানিয়েছেন, আয়ারল্যান্ড সরকার এই শুল্কের কারণে হতে পারে এমন যেকোনো সমস্যা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, "চ্যালেঞ্জ আসবেই, তবে আমরা তা কাটিয়ে উঠতে পারবো।"