চরম মূল্য চোকাতে হবে ইরানকে ! কড়া হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

কেন এই দাবি করলেন ইসরায়েলি রাষ্ট্রদূত ?

author-image
Debjit Biswas
New Update
Reuven_Azar

নিজস্ব সংবাদদাতা : আজ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার। তিনি বলেন, "এই হামলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও সভ্য সমাজ কখনও এমন কোনও পরিস্থিতি মেনে নিতে পারে না, যেখানে একটি সন্ত্রাসী সংগঠন সমুদ্রপথে বাণিজ্যের ওপর তোলাবাজি করবে।"

amba

এরসাথেই তিনি দাবি করেন যে, "হুথিদের পিছনে প্রধান মদতদাতা হল ইরান। তবে ইরান যদি এই কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তাদেরও চরম মূল্য চোকাতে হবে।''