নিজস্ব সংবাদদাতা: চলতি মাসের শুরুতে ইরান ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারই প্রতিশোধ নিতে শনিবার সকাল থেকে ইজরায়েল ইরানের ওপর হামলা চালানো শুরু করেছে। দুটি শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে বিশেষজ্ঞ মহল আতঙ্ক প্রকাশ করেছেন।
ইতিমধ্যে ইরানের সরকারি সংবাদ সংস্থা বিস্ফোরণের খবরের বিষয়ে নিশ্চি করেছে। ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। ইজরায়েল ইরানের সামরিক বিভাগকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ইরানের তরফে জানানো হয়েছে, ইজরায়েল সারা দেশের সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ করেছে। ইরানের কোনও জ্বালানির অবকাঠামোর ওপর হামলা করা হয়নি বলে ইজরায়েলের তরফে জানানো হয়েছে। ইরান ও ইজরায়েল সামরিক শক্তিশালী দেশ। তারমধ্যে ইরান নতুন করে চিন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে জোট বাঁধতে চলেছে। সেই পরিস্থিতিতে ইরানের ওপর হামলা মধ্য-প্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিন্তু এই যুদ্ধ আন্তর্জাতিক সমীকরণ পাল্টে দিতে পারে বলে অনুমান করছে বিশেষজ্ঞরা।