নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের একটি বিমান ভূপাতিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে ইরানের সশস্ত্র বাহিনীর ১০ সদস্যকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। জানা গিয়েছে, ২০২০ সালের এই ঘটনায় একজন কমান্ডারকে ১০ বছরের কারাদণ্ড এবং অন্য নয়জনকে এক থেকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের অধিকাংশই ইরানি ও কানাডিয়ান, যাদের অনেকেই দ্বৈত নাগরিক। সূত্রে খবর, ২০২২ সালের ৮ জানুয়ারি তেহরান থেকে উড্ডয়নের পর ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস ৭৫২ ভূপাতিত করে ইরানি বাহিনী। ঘটনার ৩ দিন পর ইরানের সশস্ত্র বাহিনী স্বীকার করে যে, তারা ভুল করে কিয়েভগামী বিমানটি ভূপাতিত করেছে।