ঢাকার রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

ঢাকার রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন।

author-image
Aniket
New Update
t

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মোটিফে আগুনের ঘটনা পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার আগেই উদঘাটনের আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি তিনি জড়িতদের গ্রেপ্তারেরও আশা প্রকাশ করেছেন।

রবিবার  দুপুরে  রাজধানী ঢাকার রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।  কমিশনার বলেন, আপনারা জানেন, গত পরশু রাতের একটি সময়ে শোভাযাত্রায় ব্যবহারের জন্য তৈরি করা একটি মোটিফে একদল দুষ্কৃতকারী আগুন দিয়েছে।

এই বিষয়ে একটি মামলা শাহবাগ থানায় করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মামলাটি উদঘাটনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তকালীন আমরা মামলা নিয়ে কোনো কথা বলি না। শুধু এটুকু বলছি, আমরা অত্যন্ত ক্লোজ। খুব নিকটে পৌঁছে গেছি মামলাটি উদঘাটনের ক্ষেত্র।


আমরা আশা করছি, শোভাযাত্রা শুরুর আগেই মামলাটি উদঘাটনের ক্ষেত্রে চলে যাবো। সম্ভব হলে এর ভেতরেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতেও সক্ষম হবো। পহেলা বৈশাখ ঘিরে কোনো আশঙ্কা আছে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, কোনো ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী আছে। গোয়েন্দা সংস্থা রয়েছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয়নি।

এদিকে, নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন, পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। 

রবিবার ঢাকার  রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।