দেশে ফেরার অপেক্ষায়..., যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে উদ্ধার ভারতীয় মহিলা

যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে উদ্ধার করা হয়েছে এক ভারতীয় মহিলাকে। সঙ্গে তাঁর মেয়ে রয়েছে। আদতে তাঁরা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তাঁরা গাজাতে থাকতেন। বর্তমানে তাঁদের মিশরে রাখা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
gaza indian origin .jpg

নিজস্ব সংবাদদাতা:  অবশেষে যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে সীমান্তে পৌঁছলেন লুবনা নাসির সাবু। তিনি তাঁর মেয়ের সঙ্গে গাজাতেই থাকতেন। 

 লুবনা নাসির সাবুকে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে সীমান্ত পেরিয়ে মিশরে নিয়ে আসা হয়েছে। ভারত সরকাররে প্রত্যক্ষ সাহায্যে তাঁরা গাজা থেকে মিশরে আসতে পেরেছেন। বর্তমানে তিনি তাঁর মেয়ের সঙ্গে কায়রোতে রয়েছেন। আদতে লুবনা নাসির সাবু জম্মু ও কাশ্মীরের মেয়ে। তিনি মেয়ের সঙ্গে গাজাতে ছিলেন। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীরে ফিরে আসার জন্য মিশরের রাজধানী কায়রোতে অপেক্ষা করছেন।  সোমবার তাঁরা রাফাহ সাীমান্ত পার করেন। তাঁরা পরের দিন মিশরের রাজধানীতে এসে পৌঁছন।