ভারতের শুল্ক নীতি নিয়ে কি ফের একবার ক্ষুব্ধ ট্রাম্প? এ কী বললেন তিনি?

এখন দেখার বিষয়, ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই মন্তব্যের কী প্রতিক্রিয়া আসে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Trump

File Picture

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের গাড়ি আমদানির উপর শুল্ক নীতিকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছেন। ইলন মাস্কের সঙ্গে তার প্রথম যৌথ টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন যে ভারত কিছু আমদানি পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, যা আমেরিকান কোম্পানিগুলোর জন্য ‘অসম্ভব পরিস্থিতি’ তৈরি করছে।

প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন এবং দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের সঙ্গে তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে শুল্ক, বাণিজ্য, গণ-নির্বাসন ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের আগেই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, “যে দেশ আমেরিকার উপর শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর একই হারে শুল্ক আরোপ করব”।

এদিকে, সাক্ষাৎকারে যখন ট্রাম্প ভারতের শুল্ক নীতির বিষয়ে মন্তব্য করছিলেন, তখন তার পাশে বসা টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বলেন, “ভারত আমদানি করা গাড়ির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। তা না কমালে ভারতীয় বাজারে ব্যবসা করা সম্ভব নয়”।  

h

এই প্রসঙ্গ টেনেই মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ঘোষণা করেছিলেন যে যেসব দেশ আমেরিকান আমদানির উপর শুল্ক আরোপ করবে, তাদের ওপরও সমপরিমাণ শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীকে পরিষ্কার বলেছি, আপনার দেশ আমেরিকার উপর যে শুল্ক ধার্য করবে, আমরাও সেই একই হারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করব”।

ট্রাম্পের মতে, ভারতের মতো দেশগুলো আমেরিকান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কঠোর শুল্কনীতি চালু করলেও নিজেরা মার্কিন বাজারে সুবিধা পেতে চায়। ট্রাম্পের এই মন্তব্য ভারতের শুল্ক নীতি ও মার্কিন-ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয়, ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই মন্তব্যের কী প্রতিক্রিয়া আসে। 

trumpmusk