এখন নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত তরুণী! সমুদ্র সৈকতে মিলল পোশাক, জুতো

ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে এখনও নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত।

author-image
Tamalika Chakraborty
New Update
indian origin missing


নিজস্ব সংবাদদাতা: ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২০ বছর বয়সি সুদীক্ষা কোনাঙ্কি। এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে তাঁর পোশাক ও জুতো উদ্ধার করা হয়েছে পুন্টা কানার রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকত থেকে। গত বৃহস্পতিবার ভোরে ওই সৈকতেই তাঁকে শেষবার দেখা গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকতের একটি চেয়ারে সাদা রঙের পোশাক পড়ে থাকতে দেখা গেছে, পাশেই পড়ে ছিল বালিমাখা এক জোড়া চটি। তদন্তকারীরা ধারণা করছেন, এগুলো সুদীক্ষারই।

সুদীক্ষা আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে এসেছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে তিনি নিখোঁজ হন। সৈকতের কাছে বসানো একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোরবেলা একদল তরুণ-তরুণীর সঙ্গে ছিলেন তিনি। কিছু সময় পরই তিনি আচমকা নিখোঁজ হয়ে যান।

ডমিনিকান ন্যাশনাল পুলিশ ইতিমধ্যে তাঁর সঙ্গীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

indian origin missing 2


তদন্তকারীদের অনুমান, সুদীক্ষা সৈকতে পোশাক ও জুতো রেখে সমুদ্রে নেমেছিলেন এবং হয়তো স্রোতের টানে তলিয়ে গিয়েছেন। তবে তাঁর পরিবারের সন্দেহ, এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। তাঁকে কেউ অপহরণ করেছে কিনা, সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

সুদীক্ষার বাবা সুব্বারায়ুডু কোনাঙ্কি জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগের দিন, বুধবার, তিনি বন্ধুদের জানিয়েছিলেন যে একটি রিসর্টে পার্টিতে যাচ্ছেন। পরদিন ভোর ৪টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে সৈকতে যান। কিছুক্ষণ পর বন্ধুরা ফিরে এলেও সুদীক্ষা আর ফেরেননি।

তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি চালাচ্ছে, তবে এখনও পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি।