নিজস্ব সংবাদদাতা: মারাত্মক অভিযোগ! ভারতীয় কৃষককে এবার অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশের বর্ডার গার্ডের বিরুদ্ধে। ঘটনাটি ঠিক কি? এই ঘটনাটি নদিয়ার চাপড়ার হৃদয়পুর দক্ষিণ পাড়ার ঘটনা। এই বিষিয়ে পরিবারের দাবি, BSF-এর কাছে নথি জমা রেখে গতকাল সকালে ওই কৃষিক ওপারে চাষের জমিতে যান। কিন্তু ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের। অভিযোগ ওঠে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নাকি ওই কৃষককে তুলে নিয়ে যায়। ইতিমধ্যে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেছে কৃষকের পরিবার।
এদিকে, BSF সূত্রে খবর, কৃষকের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। কৃষকের স্ত্রী বলেন, "প্রতিদিন চাষ করতে যায়। বিএসএফের কাছে ফটো জমা দিয়ে কালও তিনি গিয়েছিলেন। কিন্তু চাষ কাজ করার সময় ওখানকার বাহিনী এসে তাঁকে তুলে নিয়ে যায়। কৃষকের স্ত্রীর বক্তব্য, "আমি তো জানি না। ওখানকার লোকেরা এসে বলে গেলেন যে, স্বামীকে তুলে নিয়ে গেছে।" তবে এগারোটা নাগাদ তিনি খোঁজ পান যে চাষ করা অবস্থায় স্বামীকে তুলে নিয়ে গেছে।
এদিকে সূত্রের খবর, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে জানানো হয়েছে যে কাঁটাতার ইস্য়ু সহ, দুই দেশের মধ্যে সীমান্তে নিরাপত্তা বিষয়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে যে চুক্তি রয়েছে, সেই প্রোটোকল বর্তমানে মেনে চলছে ভারত সরকার।