লেবাননে ক্রমেই বাড়ছে ইজরায়েলি হামলা! উদ্বেগ প্রকাশ ভারতের

ইজরায়েল লেবাননকে কার্যত দ্বিতীয় গাজায় পরিণত করেছে। এবার সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
israel hamas warq1.jpg


নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল ও লেবাননের মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নতুন করে ইজরায়েল লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে। তুমুল আতঙ্কের মধ্যে রয়েছেন লেবাননের স্থানীয় বাসিন্দারা। অন্যদিকেস লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, যেকোনও মুহূর্তে তারা  ইজরায়েলের ওপর হামলা করতে পারে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।  শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।দক্ষিণ লেবাননে অবস্থিত রাষ্ট্রসংঘের শান্তি ফৌজের ঘাঁটিতে ইজরায়েল হামলা করেছে বলে অভিযোগ। তারপরেই ভারতের এই বিবৃতি যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

ইজরায়েলের হামলায় কার্যত দ্বিতীয় গাজায় পরিণত হয়েছে লেবানন। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে নিশানা করে একের পর এক জায়গায় হামলা চালানো হচ্ছে। কয়েকদিন আগেই ইজরায়েলি সেনার অভিযানে নিকেশ হয়েছে হেজবোল্লার প্রধান হাসান নাসরাল্লা। তার পর বৃহস্পতিবার হেজবোল্লার আর এক শীর্ষ নেতাকে টার্গেট করে বেইরুটে আক্রমণ শানিয়েছিল ইজরায়েলি ফৌজ। কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে সে। তবে এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। আহত শতাধিক।

উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, “ব্লু লাইনের নিরাপত্তা যেভাবে কমছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা বজায় রাখা উচিত সকলেরই। রাষ্ট্রসংঘের শান্তি ফৌজকে সুরক্ষিত রাখতে যথাযথ পদক্ষেপ করতে হবে।”

 tamacha4.jpeg