খালিস্তানি হামলা! ভারতের সমর্থনে জড়ো হলেন ভারতীয়-আমেরিকানরা

খালিস্তানি হামলার পর সান ফ্রান্সিসকো কনস্যুলেটের বাইরে ভারতের সমর্থনে জড়ো হলেন ভারতীয়-আমেরিকানরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
জ,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা শুক্রবার (স্থানীয় সময়) সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভারত ও তার কূটনীতিকদের প্রতি সমর্থন জানান। 

সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটের বাইরে জড়ো হওয়া ভারতীয় আমেরিকানদের 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' এবং 'অখণ্ড ভারত জিন্দাবাদ'-এর মতো স্লোগান দিতে দেখা গেছে। ভারতীয় আমেরিকানরা বলেন,  'আমরা আমাদের কূটনীতিকদের পাশে আছি'। এবং 'কনস্যুলেটে খালিস্তানি হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড' লেখা ব্যানার বহন করছিল ভারতীয় আমেরিকানরা।

উল্লেখ্য, গত ২ জুলাই খালিস্তানপন্থী একদল সমর্থক কনস্যুলেটে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। কোনও বড় ক্ষয়ক্ষতি বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।