দেশের প্রযুক্তি শক্তিশালী করার নতুন মন্ত্র শিখে নিলেন মোদি

মূলত, প্রযুক্তি, উদ্ভাবন এবং আরও অনেক কিছু সম্পর্কিত দিক নিয়ে আলোচনা করেন মোদি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-09-23 at 09.27.04

File Picture

নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন নিউইয়র্ক সফরে। সেখানে বেশ কিছু কাজ নিয়ে গিয়েছেন তিনি। রয়েছে একাধিক বৈঠক। আর তারই মধ্যে ভারতের টেকনোলজি উন্নত করতে নিউইয়র্কে টেক সিইওদের সাথে একটি ফলপ্রসূ গোলটেবিল বৈঠক সেরে নিলেন প্রধানমন্ত্রী।
সেখানে ছিলেন বিভিন্ন বিশ্বমানের টেক সংস্থার প্রতিনিধিরা। মূলত, প্রযুক্তি, উদ্ভাবন এবং আরও অনেক কিছু সম্পর্কিত দিক নিয়ে আলোচনা করেন মোদি। এ ক্ষেত্রে ভারতের অগ্রগতিও তুলে ধরেন তিনি।

তাঁর তিনদিনের মার্কিন সফরের দ্বিতীয় দিনে তাঁর ব্যস্ততার অংশ হিসাবে প্রধানমন্ত্রী মোদি সেমিকন্ডাক্টর থেকে শুরু করে ইলেকট্রনিক্স থেকে বায়োটেকনোলজি পর্যন্ত শিল্পের অনেক মাথার সাথেই দেখা করেন, যেখানে তারা ভারতের সম্ভাবনা এবং সুযোগ নিয়ে আলোচনা করেন।

 

সিইও রাউন্ড টেবিল মিটিং-এ অংশ নেন চেয়ারম্যান প্রেসিডেন্ট ও সিইও অ্যাডোবি শান্তনু নারায়ণ, সিইও গুগল সুন্দর পিচাই, সিইও আইবিএম অরবিন্দ কৃষ্ণ, লিসা সু – চেয়ারপার্সন ও সিইও এএমডি, নওবার আফিয়ান চেয়ারম্যান মডার্না।

Modi
File Picture

নেতৃত্বস্থানীয় মার্কিন ভিত্তিক কোম্পানিগুলির সিইওদের সাথে প্রধানমন্ত্রী মোদি এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজির অত্যাধুনিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। 

Adddd