শিশুদের উচ্চতার সঙ্গে ওজনের অনুপাতে বিশ্বের মধ্যে সবথেকে পিছিয়ে আছে ভারত, ১৮.৭ শতাংশ । এর অর্থ হল ভারতে অপুষ্টি । সূচকে ভারতকে টেক্কা দিচ্ছে পাকিস্তান, বাংলাদেশ । ভারত মাত্র ২৮.৭ পয়েন্ট পেয়েছে । শুধু তাই নয়,শিশুদের অপুষ্টির হার এ দেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ ।

দেশে পাঁচ বছরের নীচে শিশুমৃত্যুর হার ৩.১ শতাংশ । ঠিকঠাক খাবার পান না এমন মানুষের পরিসংখ্যান ১৬.৬ শতাংশ । আরও বলা হয়েছে , ১৫ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে রক্তাল্পতায় ভোগেন ৫৮.১ শতাংশ ।

কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, সূচক গণনার জন্য ব্যবহৃত চারটি বিষয়ের মধ্যে তিনটিই শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত । সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেশবাসীর ক্ষুধার প্রকৃত অবস্থাটা ধরা পড়ে না । পাশাপাশি, সমীক্ষা করা হয়েছে মাত্র ৩০০০ জনকে নিয়ে । এর ফলে প্রকৃত ছবিটা ধরা পড়ে না ।