নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব জুড়ে বেড়েই চলেছে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। ভারতেও ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ২০২২ সালে ক্যান্সারের আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৬১,৪২৭। এবং ২০২৩-এ তা সামান্য বৃদ্ধি পেলেও, ২০২৪ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১৫,৩৩,০৫৫-তে। তারা আরও জানা গিয়েছে যে, ২০২২ সালে ক্যান্সারের জেরে ভারতে ৯.১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
'WHO' আশঙ্কা করেছে যে, ২০৫০ সালের মধ্যে ক্যান্সারের জন্য মৃত্যুর নিরিখে ভারত সবথেকে এগিয়ে থাকবে।