ক্যান্সারে আক্রান্তের হারের নিরিখে এগিয়ে রয়েছে ভারত, জানালো WHO

দেশে দিনের পর দিন বেড়ে চলেছে ক্যান্সারে আক্রমণের সংখ্যা।

author-image
Adrita
New Update
ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব জুড়ে বেড়েই চলেছে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। ভারতেও ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। 

How Breast Cancer Spreads and Recurs

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ২০২২ সালে ক্যান্সারের আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৬১,৪২৭। এবং ২০২৩-এ তা সামান্য বৃদ্ধি পেলেও, ২০২৪ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১৫,৩৩,০৫৫-তে। তারা আরও জানা গিয়েছে যে, ২০২২ সালে ক্যান্সারের জেরে ভারতে ৯.১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

Targeting Breast Cancer Metastasis | The Scientist Magazine®

'WHO' আশঙ্কা করেছে যে, ২০৫০ সালের মধ্যে ক্যান্সারের জন্য মৃত্যুর নিরিখে ভারত সবথেকে এগিয়ে থাকবে। 

Adddd