নিজস্ব সংবাদদাতাঃ ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতর আয়োজিত মধ্যাহ্নভোজে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ভারত-মার্কিন সম্পর্কের বিষয় উত্থাপন করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, 'আমরা এটাকে আমেরিকান স্বপ্ন বলি বা ভারতীয় স্বপ্ন বলি, আমাদের জনগণ সুযোগে গভীরভাবে বিশ্বাস করে। আমরা যেই হই না কেন বা আমরা যেখান থেকে এসেছি, আমরা নিজেদের জন্য আরও কিছু করতে পারি।"
তিনি আরও বলেন, "ভারত আমাদের দৈনন্দিন জীবনের অংশ। আমরা সামোসার চেয়ে আমাদের ঝুম্পা লাহিড়ীর উপন্যাসগুলো উপভোগ করি। আমরা মিন্ডি কালিং-এর কমেডি নিয়ে হাসাহাসি করি। আমরা কোচেল্লায় দিলজিতের তালে নাচছি। যোগব্যায়াম করে আমরা নিজেদের কমবেশি ফিট ও সুস্থ রাখি।"