নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন। ভারত বিদ্বেষের মাঝেই আজ বৈঠক করবেন দুই দেশের বিদেশ সচিব। হাসিনা সরকারের পতনের পর আজ প্রথম ভারত-বাংলাদেশ বৈঠক। ঢাকায় বৈঠক করবেন বাংলার বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমুদ্দিন। সকাল সাড়ে ১১টা থেকে বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা। ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির সাক্ষাতের সম্ভাবনা।