নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশঃ আজ মহালয়া। মহালয়া মানেই মা দুর্গার মর্তে আগমন। এই দিনটিতেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষ। এদিন মর্ত্যে দেবীর আগমনের সাথে সাথেই সূচনা হয় মাতৃপক্ষের। আর সেই মাতৃপক্ষকে বরণ করে নিল ঢাকাসহ বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে আজ ভোরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মহালয়ার উদ্বোধন করা হয়।
সূত্র মারফত জানা গিয়েছে যে আজ সকাল ৬টা থেকে ৭টা অবধি মহালয়ার আবহন এবং সকাল ১১টায় পুজোর আয়োজন করা হয়। ঢাকার তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, রমনা কালীমন্দির, বনানী পুজোমণ্ডপসহ অন্যান্য মন্দিরে অনুরুপ আয়োজন করা হয়। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তাই প্রতীমা তৈরি ও রং দিতে মহাব্যস্ত সময় পার করছেন কারিগড়রা। তবেএবার আসন্ন দুর্গাপুজোয় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে।
পুজোমণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। দুর্গাপুজো চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।