সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার বাংলাদেশে! হিন্দু ছাত্রীদের হিজাব পরার নির্দেশ

বাংলাদেশের একটি স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরে আসার নির্দেশ। সাসপেন্ড দুই শিক্ষক।

author-image
Tamalika Chakraborty
New Update
banglaadesh student

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে সংখ্যুলঘুদের ওপর বার বার অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ আসতে শুরু করেছে। বার বার বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের বিরুদ্ধে হওয়া নির্মম অত্যাচারে সরব হয়েছেন। এই পরিস্থিতি  একটি ঘটনা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের একটি স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরে আসার নির্দেশ জারি করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে দুই শিক্ষককে সাসপেন্ড করে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

ংমমমম

সম্প্রতি বাংলাদেশের রংপুর জেলার মোসলেমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে হিন্দু ছাত্রীদের হিজাব পরে আসার নির্দেশ দেন প্রধান শিক্ষক মোফিজুর রহমান এবং ধর্ম বিষয়ক শিক্ষক মোস্তাফিজুর রহমান। স্কুলের প্রার্থনা চলাকালীন এই নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে হিন্দু ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তাল হয়ে পড়ে। পরে ছাত্রীদের অভিভাবকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক ছাত্রী বলেন, হিন্দু হওয়ার পরেও তাঁদের হিজাব পরে স্কুলে আসতে বলা হয়েছে। তাঁদের কোরান মুখস্থ করতেও বলা হয়েছে। যদিও এই ভিডিওয়ের সত্যতা যাচাই করেনি ANM নিউজ।  

 tamacha4.jpeg