নিজস্ব প্রতিনিধি, লাহোরঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) পুলিশ (Police) টেনে হিঁচড়ে তুলেছে প্রিজন ভ্যানে। এই পুলিশের (Police) ওপরেই এক সময় আধিপত্য বিস্তার করেছিলেন ইমরান। ইমরান খানের রাজত্বকালে পাকিস্তান ক্রমেই চলে গিয়েছিল নৈরাজ্যের অন্ধকারে। বর্তমান সরকার ও পাকিস্তান সেনাবাহিনীর সমালোচক ইমরান খানকে পাঁচ শতাধিক সশস্ত্র পাকিস্তানি রেঞ্জার ঘিরে রেখে প্রিজন ভ্যানে তুলেছে।
ইমরান খান পাকিস্তানি আইএসআইয়ের মেজর জেনারেল ফয়সাল নাসিরের বিরুদ্ধে কয়েক দিন আগে লাহোরে এক সমাবেশে সিনিয়র সাংবাদিক আরশাদ শরিফকে হত্যার জন্য দায়ী করেছিলেন। মনে করা হচ্ছে এই মন্তব্যের পরেই ইমরানের কফিনে গেঁথে গিয়েছিল শেষ পেরেক। পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক শরিফ সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন।
ইমরান আরও অভিযোগ করেছিলেন যে জেনারেল নাসিরও তাকে হত্যার চেষ্টা করেছিলেন। ইমরান খানের পিটিআই অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান শাসন করছিল। ইমরান খানের অভিযোগ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলরা তাকে ষড়যন্ত্র করে গদিচ্যুত করেছেন।