নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়েছে। ফলাফল ঘোষণা হওয়ার পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের তরফে টুইট করা হয়। তিনি বলেন, "পাকিস্তানে নির্বাচনের ফলাফলে কারচুপির প্রতিবাদ করেন সাধারণ মানুষ। সেই অপরাধে তাঁদের ওপর গুলি চালানো হয়। শাংলায় পুলিশের গুলিতে অন্তত চার পাকিস্তানি নিহত হয়েছে; অনেকে আহত এবং অন্যদের অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। এই নির্বাচনে পিটিআই ব্যাপক ভোটে জয়ী হয়েছে। সেই জয়কেই কেড়ে নিতে গভীর রাতে অবৈধ শাসনের সাহায্যে রেজাল্টের হেরফের করা হয়। পাকিস্তানে গণহত্যা চালানো হয়েছে।"