নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার অবৈধ একটি খনির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই খনির অভ্যন্তরে খাদ্য ও জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই খনির ভিতর শতাধিক কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে একাধিক মানবাধিকার সংগঠন সরব হয়েছে।
জানা গিয়েছে, যাতে শ্রমিকরা বাধ্য হয়ে ওপরে উঠে আসে, সেই কারণে অবৈধ খনির অভ্যন্তরে খাবার ও পানীয় জলসরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকান হিউম্যান রাইটস কমিশন নি শ্রমিকদের প্রয়োজনীয় সরবরাহ, যেমন খাদ্য, পানি এবং ওষুধ সীমিত করার জন্য পুলিশকে দায়ী করেছে। ঘটনায় শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, খনি থেকে একটি পচা-গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর-পশ্চিম প্রদেশের পরিত্যক্ত সোনার খনিতে কতজন খনি শ্রমিক রয়েছে, তা এখনও দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে স্পষ্ট নয়।