যদি রাশিয়ার পারমাণবিক অস্ত্র না থাকত, ন্যাটো ইতিমধ্যেই ইউক্রেনে তার সৈন্য মোতায়েন করত এবং দখলদারদের তাড়িয়ে দিত- বলে দেওয়া হল

কি বলা হল ন্যাটোর তরফে?

author-image
Aniket
New Update
d

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: ন্যাটো জোটের সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাউয়ার এবার রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে বড় বার্তা দিয়েছেন।

Ukraine rt1.jpg

তিনি বলেছেন, "যদি রাশিয়ার পারমাণবিক অস্ত্র না থাকত, ন্যাটো ইতিমধ্যেই ইউক্রেনে তার সৈন্য মোতায়েন করত এবং দখলদারদের তাড়িয়ে দিত"। তার মতে, ইউক্রেনকে আফগানিস্তানের সাথে তুলনা করা যায় না, কারণ এটি ন্যাটোর জন্য "কৌশলগত গুরুত্ব"।