নিজস্ব সংবাদদাতাঃ সংঘাতের মাঝেই বড় রকমের দাবি করল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF)। আজ ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধের ১৬তম দিন, কিন্তু সংঘাত থামছে না। ইসরায়েলও হামাসের হামলার উপযুক্ত পাল্টা জবাব দিচ্ছে। মৃত্যুলীলা অব্যাহত রয়েছে। ইজরায়েল ক্রমাগত হামাস যোদ্ধাদের টার্গেট করছেন। পশ্চিম তীরের জেনিনের (Jenin) একটি মসজিদে বিমান হামলায় হামাস ও ইসলামিক জিহাদের 'সন্ত্রাসী সদস্যদের' হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। এই সন্ত্রাসীরা হামলার পরিকল্পনা করছিল। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী তাদের হত্যা করে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। পশ্চিম তীরের জেনিন শহরের আল-আনসার মসজিদে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী বলে খবর। এ বিষয়ে তথ্য দিয়ে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীটি এই মসজিদকে হামলার পরিকল্পনা ও পরিচালনার জন্য কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। সেনাবাহিনী জানিয়েছে, যাদের টার্গেট করা হয়েছে তারা 'গত কয়েক মাসে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।' এখন তাদের ওপর আরেকটি সন্ত্রাসী হামলা চালানোর কথা ছিল।