নিজস্ব সংবাদদাতা: ভূগর্ভস্থ ম্যাগমা ছড়াতে শুরু করে দেওয়ার ফলে ক্রমেই তা ভয়ানক রূপ নিচ্ছে আইসল্যান্ডের বিস্তীর্ণ ভূভাগজুড়ে। এই ঘটনার ফলে বহু গ্রিন্ডাভিক ব্যাপক ভয়াবহতার আশঙ্কায় রয়েছে। বহু রাস্তায় ফাটল ইতিমধ্যেই দেখা দিতে শুরু করে দিয়েছে। এটি জানান দিচ্ছে যে এবার সেখানে আগ্নি স্ফুলিঙ্গ ছিটকে যাওয়া শুরু করে দিতে পারে। সোমবার সেই দেশের দক্ষিণ প্রান্তে প্রায় ৯০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ পশ্চিম আইসল্যান্ডে প্রবল কম্পনে ভয় পেয়ে গেছে গোটা এলাকাবাসী। রেকানসে গত কয়েক সপ্তাহ ধরে ১০ হাজার বার কম্পন অনুভব করেছে মানুষ। গ্রিন্ডাভিকে ৪০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত বিশেষজ্ঞদের মতে, সেখানে অগ্নিস্ফুলিঙ্গ সম্ভবত এবার বেরিয়ে যেতে পারে পাথর ফুঁড়ে। এমনটা হলে তার ফলে উপকূলীয় ভূভাগ ও সেখানের জিওথার্মাল পাওয়ার স্টেশনে প্রভাব পড়তে পারে।