নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক ভূমিকম্পের কারণে কেঁপে উঠল আইসল্যান্ড। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দ্বারপ্রান্তে আইসল্যান্ড (Iceland)। বিজ্ঞানীরা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেক্সন উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দিয়েছেন। গত কয়েকদিন ধরে দেশটিতে ভূমিকম্প অনুভূত হচ্ছে। প্রায় ২৪ হাজার কম্পন অনুভূত হয়েছে। এক ঘন্টায় প্রায় ১৫০টি শক ছিল।
পরিস্থিতি বিবেচনায় দেশটির সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। পুলিশ শুক্রবার উত্তর-দক্ষিণ থেকে গ্রিনডউইক পর্যন্ত রাস্তাটি বন্ধ করে দেয়। সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে ভূমিকম্পের কারণে নাগরিক সুরক্ষার আলোকে জাতীয় পুলিশ প্রধান জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজান উপদ্বীপে ছোট ও মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানার পর শুক্রবার 'জরুরি অবস্থা' ঘোষণা করা হয়েছে।
এক সরকারি বিবৃতিতে আইসল্যান্ড কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের কারণে দেশটিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটতে পারে। আইএমও জানিয়েছে, অক্টোবরের শেষ থেকে এ পর্যন্ত উপদ্বীপে প্রায় ২৪,০০০ কম্পন রেকর্ড করা হয়েছে এবং শুক্রবার মধ্যরাত থেকে স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে প্রায় ৮০০ টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।