Sudan War: 'যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম'

সুদানের সাবেক সামরিক তথ্য পরিচালক মোহাম্মদ আজিব বলেছেন, খার্তুমে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম। তিনি বলেন, 'এই যুদ্ধবিরতি সামরিক নয়, মানবিক কারণে।'

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bmhnvx

নিজস্ব সংবাদদাতাঃ সুদানের সাবেক সামরিক তথ্য পরিচালক মোহাম্মদ আজিব বলেছেন, খার্তুমে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম। আজিদ বলেন, 'এই যুদ্ধবিরতি সামরিক নয়, মানবিক কারণে। আমি মনে করি না যে সেনাবাহিনী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুমতি দেবে কারণ এর অর্থ হল র‍্যাপিড সাপোর্ট ফোর্সগুলো তাদের নিঃশ্বাস ধরে রাখবে। আমি আশা করি সেনাবাহিনী হাসপাতালগুলোতে মানবিক কাজে সহায়তা করবে এবং যুদ্ধবিরতির সময় এসব সেবা পুনরুদ্ধারের জন্য জল ও বিদ্যুৎ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবে।' তিনি বলেন, 'মানবিক কাজে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের গতিবিধি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত না হয়ে সেনাবাহিনী গ্রহণ করতে পারে, কারণ মানবিক কাজই যুদ্ধবিরতির লক্ষ্য।'