সুদানের মানবিক পরিস্থিতি 'খুবই খারাপ': রেড ক্রস

সুদানের রেড ক্রসের মুখপাত্র জার্মেইন মুয়েহু বলেছেন, মানবিক পরিস্থিতি 'খুবই খারাপ'। মানুষ বের হতে পারছে না। তাদের খাবার ও ওষুধের সুযোগ নেই।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
jhfcx

নিজস্ব সংবাদদাতাঃ সুদানের রেড ক্রসের মুখপাত্র জার্মেইন মুয়েহু বলেছেন, মানবিক পরিস্থিতি 'খুবই খারাপ'। তিনি বলেন, "মানুষ বের হতে পারছে না। তাদের খাবার ও ওষুধের সুযোগ নেই। কিছু লোক বিমানবন্দর এবং বাজারে আটকে পড়েছে।" তিনি আরও বলেন, "খার্তুমের অনেক অংশই জলের অভাবে ভুগছে এবং বিদ্যুৎ নেই। বিদ্যুৎ ও জলের দায়িত্বে থাকা ব্যক্তিরা রক্ষণাবেক্ষণের জন্য তাদের কাজে পৌঁছাতে পারছেন না। মানবিক সংস্থাগুলো সহজে চলাচল করতে অক্ষম।"