নিজস্ব সংবাদদাতা : সুপার ব্লু মুন ও বিধ্বংসী হারিকেন ইডালিয়ার জোড়া ফলায় সমুদ্র উপকূলে আছড়ে পড়বে বিশালাকার ঢেউ।
সেই কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের প্রভাব থেকে বাঁচতে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের।
আবহবিদরা জানিয়েছেন, হারিকেন ইডালিয়া ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। সেইসঙ্গে বিরল নীল সুপারমুনের প্রভাবে সমুদ্র এদিন উত্তাল থাকবে। ভরা কোটালে সমুদ্রের জল থাকবে স্বাভাবিকের থেকে অনেক উপরে। জলোচ্ছ্বাস আরও বাড়বে। ঢেউ প্রবল রূপ নেবে। এদিন চাঁদ ও সূর্যের প্রভাবে জলের টান বাড়বে।