দেশ থেকে বিদেশ, মুখে মুখে 'জয় শ্রী রাম'! আয়োজন এবার মার্কিন মুলুকেও

দেশ থেকে বিদেশজুড়ে এখন শুধুই জয় শ্রী রামের ধ্বনি। মন্দির উদ্বোধনের বাকি আর মাত্র ৭ দিন। এবার মার্কিন মুলুকে তার জোর আয়োজন শুরু হয়ে গেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
ram mandir edit.jpg

নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরের উদ্বোধন ঘিরে তুঙ্গে উন্মাদনা। মার্কিন মুলুকেও উৎসবের মেজাজ। হিউস্টন জুড়ে বিশাল মিছিলের আয়োজন। জয় শ্রী রাম স্লোগানের ঢেউ আছড়ে পড়ল বিদেশে। বঙ্গ বিজেপি সেই বিশেষ ভিডিও শেয়ার করল তাদের X হ্যান্ডেলে।