নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরের উদ্বোধন ঘিরে তুঙ্গে উন্মাদনা। মার্কিন মুলুকেও উৎসবের মেজাজ। হিউস্টন জুড়ে বিশাল মিছিলের আয়োজন। জয় শ্রী রাম স্লোগানের ঢেউ আছড়ে পড়ল বিদেশে। বঙ্গ বিজেপি সেই বিশেষ ভিডিও শেয়ার করল তাদের X হ্যান্ডেলে।
দেশ থেকে বিদেশ, মুখে মুখে 'জয় শ্রী রাম'! রাম মন্দিবের ঢেউ এবার মার্কিন মুলুকেও! pic.twitter.com/QC3HsOie1F