নিজস্ব সংবাদদাতা: ২০২১ সালে তালিবান যখন ফের আফগানিস্তানে ক্ষমতায় আসে, তখন তারা আগের কট্টরপন্থী মানসিকতা থেকে নিজেদের দূরে রাখার পরিকল্পনা করেছিল। কিন্তু ধীরে ধীরে তালিবানি শাসন ঠিক আগের পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে জানা গিয়েছে, কথায় কথায় প্রকাশ্যে বেত্রাঘাত, মৃত্যুদণ্ড, জনসাধারণকে নানাভাবে ভয় দেখানো অব্যাহত রয়েছে তালিবানে। আফগান মহিলাদের ওপর তালিবানরা এমন অত্যাচার করছে তা রাষ্ট্রসংঘ 'মানবাধিকার লঙ্ঘন' বলে উল্লেখ করেছে। নারীদের মালিকানাধীন ব্যবসা বন্ধ করে দিয়েছে, নারীদের চলচ্চিত্রে উপস্থিত হওয়াকে অবৈধ করে দিয়েছে, নারীদের বিউটি সেলুন বন্ধ করে দিয়েছে এবং জন্মনিয়ন্ত্রণের অ্যাক্সেস সীমিত করেছে। আফগানিস্তানে যে কোনও ধরনের সঙ্গীতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি পাশ্চাত্য অনুসারে পোশাক পরা বা চুল কাটার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।