নিজস্ব সংবাদদাতা: সন্ধ্যার আমেজ আতঙ্কে বদলে গিয়েছে নেপালে। বড়সড় ভূমিকম্প আতংক সৃষ্টি করেছে নেপালবাসীদের মনে। ভূমিকম্পটি অনুভূত হয়েছে নেপালের মধ্য পশ্চিমের জুমলাতে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ ম্যাগনিটিউড। নেপালের সময় ২৭ এপ্রিল সন্ধ্যা ৭ টা বেজে ৪৫ মিনিটে (ভারতীয় সময় ২৮ এপ্রিল ভোররাত ১ টা বেজে ১৫ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে থরথর করে কেঁপে ওঠে ঘরবাড়ি। ভূমিকম্পের ফলে ব্যাপক আতংক ছড়িয়েছে। তবে ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির এখনও কোনও খবর নেই।