নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, কাতারের সহযোগিতায় গাজায় একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। পিআরসিএসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ গাজার হাজার হাজার বাস্তুচ্যুত ব্যক্তিদের চিকিৎসা পরিসেবা ওই হাসপাতালের মাধ্যমে করা হবে। পাশাপাশি অস্ত্রোপচারে মতো সুবিধা হাসপাতালে থাকবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে ৫০টি শয্যা, একটি অপারেটিং রুম এবং একটি নিবিড় পরিচর্যা ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। PRCS মেডিক্যাল টিম হাসপাতাল পরিচালনা ও পরিচালনা করবে।