নিজস্ব সংবাদদাতা: মধ্য আফগানিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। মধ্য আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার বিষয়ে জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, একটি হামলায় বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, "অজানা বন্দুকধারীরা গুলি চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে,"।
এই হামলার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অবশ্য ইতিমধ্যেই ইসলামিক স্টেট গ্রুপ মধ্য আফগানিস্তানে মারাত্মক হামলার দায় মেনে নিয়েছে।