একসঙ্গে একাধিক স্থানে ভয়ঙ্কর হামলা

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। ইউক্রেনের একাধিক স্থানে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

author-image
Aniket
New Update
Russia Ukraine War

File Picture

 

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর ফের বিমান হামলা চালানো হয়েছে। রাশিয়ানরা ভলনোভাখার দিক থেকে ভেলিকা নোভোসিল্কার উপর একটি বিমান হামলা চালিয়েছে। এছাড়াও ভুলেদার আঞ্চলিক সম্প্রদায়ের বোহোয়াভলেনকা গোলা বর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ডোনেটস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এই হামলার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও ডোনেটস্কের দিকে আভিদিভকার কাছে একটি বিশাল গোলাবর্ষণ হয়েছে। এখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে হয়েছে কয়েকটি গাড়ি। এছাড়াও হরলিভকার দিকে হামলার ফলে চাসিভ ইয়ার আঞ্চলিক সম্প্রদায়ের দুটি বাড়ি এবং টোরেটস্কের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা হয়েছে ইউক্রেনের সিভার্সকেও। এই হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।