গভর্নর অফ দ্য ইয়ার! লন্ডনে সম্মানিত RBI গভর্নর

ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। লন্ডনে সম্মানিত আরবিআই প্রধান শক্তিকান্ত দাস।

author-image
Pallabi Sanyal
New Update
12

নিজস্ব সংবাদদাতা : অনুষ্ঠিত হল চলতি বছরের সেন্ট্রাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডস সেরেমনি। বুধবার লন্ডনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে 'গভর্নর অফ দ্য ইয়ার' মনোনীত হয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর, শক্তিকান্ত দাস।  ব্য়াঙ্কিং সেক্টরে তিনি তার নেতৃত্বের জন্য সম্মানিত হয়েছেন। তার কার্যকালে উদ্ভূত একাধিক সংঙ্কট মোকাবিলায় তার ভূমিকাই তাকে নির্বাচিত করেছে 'গভর্নর অফ দ্য ইয়ার'। সেন্ট্রাল ব্যাঙ্কিং কটি আন্তর্জাতিক অর্থনৈতিক গবেষণা সংক্রান্ত জার্নাল।  পুরষ্কারটি মূল্যস্ফীতি পরিচালনায় এবং কোভিড মহামারী সহ বৈশ্বিক অস্থিরতার মতো সংঙ্কটের সময় ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থাকে দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষেত্রে আরবিআই প্রধান হিসাবে  শক্তিকান্ত দাসের  ভূমিকাকে স্বীকৃতি দেয় 'গভর্নর অফ দ্য ইয়ার'-এর ই সম্মান।