চলল বুলডোজার, ধ্বংস করা হল ১৫০ বছরের হিন্দু মন্দির

বুলডোজার দিয়ে ধ্বংস করা হল করাচির ১৫০ বছরের হিন্দু মন্দির।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ফের পাকিস্তানে ধ্বংস করা হল একটি হিন্দু মন্দির। অভিযোগ, রাতে বিদ্যুৎ বন্ধ করে বুলডোজার ও ডিগার দিয়ে ধ্বংস করে দেওয়া হল করাচির ১৫০ বছরের মারি মাতা মন্দির। ঘটনাটি ঘটেছে করাচির সোলজার বাজ্জার এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার লোডশেডিং চলছিল করাচির সোলজার বাজ্জার এলাকার মুখী চহিতরাম রোডে। পুলিশ স্টেশনের খুব কাছে থাকা বাজ্জার এলাকায় কিছু মানুষ বুলডোজার ও ডিগার নিয়ে এসে ১৫০ বছরের পুরনো মন্দিরের প্রধান গেট থেকে শুরু করে বাইরের দেওয়াল সমেত পুরো মন্দির ধ্বংস করে দেয়।

সূত্রে খবর, মন্দিরটি ধ্বংস করার কাজে যে বুলডোজার ও ডিগার ব্যবহার করা হচ্ছিল তা পাহারা দিতে সেখানে পুলিশের একটি গাড়িও ছিল। পুলিশের প্রত্যক্ষ মদতে ঘটনাটি ঘটাচ্ছিল দুষ্কৃতীরা।