নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে এতোদিন সংঘর্ষের খেলা খেলছিল, আর এবার শুরু হয়ে গেল জীবন নিয়ে খেলা! ফের বাড়িতে ঢুকে হত্যালীলা চালালো মৌলবাদীরা। ফাঁকে ঘরে হিন্দু মা-মেয়েকে দেখে চললো সেই তাণ্ডবলীলা। খুন করে ঘরের মধ্যেই ঝুলিয়ে দেওয়া মা ও নাবালিকা মেয়ের দেহ। সেই হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে এনেছে ‘হিন্দু ভয়েস’ নামের এক্স হ্যান্ডেল পেজ। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।
ঘটনার কথা স্বীকার করে নিয়েছে ওদেশের প্রশাসন। যা জানা যাচ্ছে, বাংলাদেশে একটি হিন্দু পরিবারকে খুন করে তাদের নিজের বাড়িতেই ফাঁসি দেওয়া হয় বলে অভিযোগ। দিনাজপুর জেলার খানসামা থানার পাকেরহাট গ্রামে মা ও তার নাবালিকা মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওখানে কীভাবে প্রাণ হাতে বসবাস করছেন সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশ পরিষ্কার ভাবে গণহত্যা চালাচ্ছে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।