ঢাকা প্রতিনিধি: ভারতে দুর্গাপুজোর আগে বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধ থাকার পরেও হু হু করে বাড়ছে ইলিশের দাম। বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়। স্বাদে-ঘ্রাণে, গুণে অতুলনীয় এই মাছটির মৌসুম চলছে। গত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানো হয়ে এলেও এবার পাঠানো হচ্ছে না ইলিশ।
শেখ হাসিনার আমলে রপ্তানি শুরু হওয়া এই ‘ইলিশ কূটনীতি’ এবার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। সাম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইলিশ মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতেও বেশি দামে ইলিশ মাছ কিনছে ক্রেতারা। পুজোর আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে।তবে বাংলাদেশের সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছবাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ।