সর্বাধিক সম্মান প্রাপ্তিতে গায়ানার সাথে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠলো ভারতের

সেখানের আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে জর্জটাউনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনিতেই গায়ানা ও বার্বাডোজের পক্ষ থেকে সর্বাধিক সম্মান পেয়েছেন নরেন্দ্র মোদী। তাই সেখানের আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী।

Gc11uJjbUAAmZJI

এদিন দীর্ঘক্ষণ গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলির সাথে সময় কাটান মোদী। মোদীর এই ভ্রমণ নিয়ে এদিন গায়ানার প্রেসিডেন্ট বলেন, “প্রধানমন্ত্রী মোদী, গায়ানায় আপনার সফরের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং বিনীত। রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর সম্মান আমার ছিল। আমাদের আলোচনা শুধুমাত্র ফলপ্রসূ হয়নি। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য এবং আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগগুলিকে সহযোগিতামূলকভাবে মোকাবেলা করার জন্য আমাদের ভাগ করা অঙ্গীকারকে আরও জোরদার করেছে দুই দেশের মধ্যে। একাধিক খাতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি আমরা। আমরা হাইড্রোকার্বন স্বাস্থ্য, কৃষি এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি। ভারত আমাদের চিনি শিল্পে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে”।

Gc11ufaMAAJBZq